আলমডাঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে মাসুদুর রহমানের যোগদান


চুয়াডাঙ্গা এক্সপ্রেস প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২৪, ৯:০৩ অপরাহ্ন /
আলমডাঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে মাসুদুর রহমানের যোগদান

এক্সপ্রেস আলমডাঙ্গা :
আলমডাঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জের হিসেবে মাসুদুর রহমান যোগদান করেছেন। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসাবে তিনি যোগদান করেন। গত মঙ্গলবার জারীকৃত এক অফিস প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের লাইন ওয়ার চুয়াডাঙ্গা থেকে তাকে জেলার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসাবে বদলি/দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে ওসি শেখ গনি মিয়া চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার দায়িত্ব নিয়ে আলমডাঙ্গায় আসেন। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত বদলি আদেশে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া প্রশাসনিক কারণে চট্টগ্রাম রেঞ্জে বদলির আদেশ হয়েছিল।
আলমডাঙ্গা থানার সাবেক ওসি গণি মিয়া গতকাল বিকেলে নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নিকট থানার দায়িত্বভার বুঝিয়ে দেন।