এক্সপ্রেস আলমডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলার বড়-পুটিমারি গ্রামে জিকে খালে মাটি খনন কাজের সময় স্কেভেটর (ভেকু) মেশিন উল্টে মেহেদি হাসান মিরাজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বড় পুটিমারি গ্রামে জিকে খালের খননকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মেহেদী হাসান মিরাজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের চরপাড়ার জিয়াউর রহমানের ছেলে।
স্থানীয় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শংকর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খনন কাজ করার সময় অসতর্কতাবশত ভেকু মেশিনটি জিকে খালে উল্টে গেলে চালক নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আল মামুন বলেন, একটি প্রকল্পের আওতাধীন জিকে খাল খনন কাজ চলছিল। এ সময় মাটি খননের ভেকু মেশিন উল্টে চালক মেহেদি হাসান মিরাজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পেঁৗঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করি।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :