এক্সপ্রেস প্রতিবেদক : চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার বিকেল পৌনে ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুষোডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃত চোর চক্রের মূলহোতা কুষ্টিয়া জেলার ইবি থানার কাশিনাথপুর ঝাউদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (২১) ও তার সহযোগী ঝিনাইদহ জেলার জোড়াদহ গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে সিয়াম হোসেন (১৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুষোডাঙ্গা গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে রুহুল আমিন রিকন মাঠের ভুট্টাক্ষেতে পানি দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন। তিনি গ্রামের পশ্চিম মাঠে ভুট্টাক্ষেতের অদূরে পাকা রাস্তার ওপর তার বাজাজ ডিসকভার মোটরসাইকেলে তালা মেরে কাজ করছিলেন। সেচ কাজে ব্যস্ত থাকা রিকন বিকেল পৌনে ৫টার দিকে দেখেন ওই স্থানে তার মোটরসাইকেলটি নেই। তিনি ওই সময় দ্রুত পাকা রাস্তার ওপর দৌড়ে এসে দেখেন দুজন দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। ওই সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে দুজন চোরকে আটক করে। এরপর রিকন দেখতে পান দুটি মোটরসাইকেলের মধ্যে তার মোটরসাইকেলটি রয়েছে।
এলাকাবাসী চোরচক্রের মূল হোতা সোহেল রানাকে জিজ্ঞাসা করলে সে জানায়, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ আশেপাশের জেলার বিভিন্ন স্থানে অনেকদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছিলো সে। চুরির দায়ে এর আগেও তাকে পুলিশ অনেকবার আটক করেছে। সে আরও জানায়, তার নিজের একটি মোটরসাইকেল চালিয়ে এক সহযোগীকে সাথে নিয়ে এ কাজ করে সে। রিকন নামের ওই ব্যক্তির মোটরসাইকেল চুরি করার পর তার সহযোগীকে একটি ও সে নিজে চুরি করা বাজাজ মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিলো।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা সোহেল রানা ও তার সহযোগীকে চোরাই মোটরসাইকেলসহ এলাকাবাসী আটক করে থানায় খবর দেয়। পরে এসআই আক্তার হোসেনসহ সঙ্গীয় ফোর্স তাদের দুজনকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী রুহুল আমিন রিকন এ ব্যাপারে একটি এজাহার দায়ের করেছেন। চোর সোহেল রানার নামে বিভিন্ন থানায় চুরির মামলা আছে।
আপনার মতামত লিখুন :