এক্সপ্রেস জীবননগর : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে বাংলাদেশী কিশোর যুবক সজিব হোসেনকে (১৭) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৩ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্তের মাঠে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। তবে বিজিবির দাবী, সজিবকে বাংলাদেশ থেকে নয়, ভারতীয় অভ্যন্তর থেকে মাদকসহ আটক করা হয়েছে।
জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের উত্তরপাড়ার দিনমজুর শফিকুল ইসলামের ছেলে সজিব ও একই গ্রামের দিলু মন্ডলের ছেলে মকবুল হোসেন, খতিবের ছেলে শাওন ও আশরাফের ছেলে নয়ন সোমবার দুপুর দুইটার দিকে ভারত সীমান্তের পুটিখালী মাঠে যায়। সেখানে তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করাকালে ভারতের নদীয়া জেলার পুটিখালী বিএসএফ ক্যাম্পের বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলে বিএসএফ’র হাতে আটক হয় সজিব হোসেন।
সজিব হোসেনের মা সাবিনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ছেলে সজিব তার বন্ধুদের সাথে সোমবার দুপুরের দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে তারা সবাই বাড়ী ফিরে এলেও আমার ছেলেকে না দেখে খোঁজাখুজি করতে থাকি। এক পর্যায়ে জানতে পারি ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফ’র হাতে আমার ছেলে সবিজ ধরা পড়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবির সাথে যোগাযোগ করি। বিজিবি ওই সময় আমাদের জানায় এ ব্যাপারে তাদের কোন কিছু জানা নেই। আমরা পুনরায় মঙ্গলবার সকালে বিজিবি ক্যাম্পে গেলে বিজিবি সদস্যরা আমাদের জানান, সজিবকে বিএসএফ চালান করে দিয়েছে। এখন পতাকা বৈঠক করে দেখা যাক কী করা যায়।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হয়েছে।
মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রফিক জানান, সজিব হোসেন একজন মাদক ব্যবসায়ী। ভারতীয় তিন নাগরিক ও সজিব হোসেন মাদকের চালানসহ ভারতের অভ্যন্তরে আটক হয়েছে। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। কিন্তু সে ভারতের অভ্যন্তরে মাদকসহ গ্রেফতার হওয়ায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :