দামুড়হুদার হাউলী ইউনিয়নে এক ব্যক্তির লাশ উদ্ধার


চুয়াডাঙ্গা এক্সপ্রেস প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন /
দামুড়হুদার হাউলী ইউনিয়নে এক ব্যক্তির লাশ উদ্ধার

এক্সপ্রেস দামুড়হুদা
দামুড়হুদার হাউলী ইউনিয়নের গোবিন্দপুরে আব্দুল মান্নান (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে গোবিন্দপুর মোল্লাচারার মাঠে জনৈক ওলিউল আলমের হলুদ ক্ষেতের মাচার ওপর তার লাশ পাওয়া যায়। মান্নান দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর বড় মসজিদপাড়া মৃত হিরাজ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে মান্নান গোবিন্দপুর মোল্লা চারার মাঠে জনৈক ওলিউল আলমের হলুদ ক্ষেতের মাচার ওপর বিষপান করে আত্মহত্যা করেন। সকালে ওই মাঠের লোকজন তার লাশ দেখতে পেয়ে বাড়িতে ও পুলিশে খবর দেয়।
পরিবারের সদস্যরা জানান, নিহত আব্দুল মান্নান দর্শনা ভাই ভাই গার্মেন্টসের কর্মচারী। প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ৯টায় গার্মেন্টস দোকানে কাজের জন্য বের হয়। কিন্তু রাতে বাড়ি না ফেরার খোঁজ নিয়ে জানা যায় তিনি গার্মেন্টেসের ওই দোকানে গতকাল রোববার যাননি। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সকালে লোকমুখে শুনে গোবিন্দপুর মোল্লা চারা মাঠে গিয়ে লাশ শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, আজ সোমবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আব্দুল মান্নানের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দামুড়হুদা থানা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।